ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডা. সাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ভাইরাল সেই বিএনপি নেতা লিয়াকতকে দল থেকে বহিষ্কার বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে ড. ইউনূস দায়িত্ব নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের সারাদেশে ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির উপদেষ্টা হাসান আরিফ আর নেই ঋত্বিক প্রেমিদের তার স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবি বাংলাদেশে দ্রুত নির্বাচনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘স্বৈরাচারের দোসরদের নয়, জুলাই বিপ্লবে সহায়তাকারী রুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই’ বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান

রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চারঘাট উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সরদহ সরকারি মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক রাজিব মাহফিলের সার্বিকভাবে পরিচালনার দায়িত্ব পালন করেন। এবং অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা।

এ সময় প্রধান অতিথি আনোয়ার হোসেন উজ্জ্বল তার বক্তব্যে ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমাদের দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হয়ে দেশের সকল মানুষের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শেষে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “সামনের দিনগুলোতে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করতে হবে। বিএনপি সবসময় জনগণের দল ছিল এবং থাকবে। আমাদের একমাত্র লক্ষ্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া ও একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।”

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, চারঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি কায়েম উদ্দীন, আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম মিন্টু, আশরাফুদ্দৌলা, বিএনপির সাবেক উপজেলা সিনিয়র সভাপতি আকবর আলী সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিতুল, চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রদল মতলেবুর রহমান, চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম-সহ বিএনরি অংগসংগঠনের নেতকর্মীবৃন্দ।

ইফতার মাহফিল শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ এবং বিগত আন্দোলনে নিহত বিভিন্ন স্তরের নেতাকর্মীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চারঘাট উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সরদহ সরকারি মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক রাজিব মাহফিলের সার্বিকভাবে পরিচালনার দায়িত্ব পালন করেন। এবং অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা।

এ সময় প্রধান অতিথি আনোয়ার হোসেন উজ্জ্বল তার বক্তব্যে ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমাদের দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হয়ে দেশের সকল মানুষের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শেষে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “সামনের দিনগুলোতে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করতে হবে। বিএনপি সবসময় জনগণের দল ছিল এবং থাকবে। আমাদের একমাত্র লক্ষ্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া ও একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।”

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, চারঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি কায়েম উদ্দীন, আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম মিন্টু, আশরাফুদ্দৌলা, বিএনপির সাবেক উপজেলা সিনিয়র সভাপতি আকবর আলী সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিতুল, চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রদল মতলেবুর রহমান, চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম-সহ বিএনরি অংগসংগঠনের নেতকর্মীবৃন্দ।

ইফতার মাহফিল শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ এবং বিগত আন্দোলনে নিহত বিভিন্ন স্তরের নেতাকর্মীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।