রাবিতে সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে ‘গনঅভ্যুত্থান মঞ্চ’ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তারা মাহমুদুর রহমানসহ সকল মজলুম সাংবাদিক, লেখক, রাজনৈতিক, আলেম এবং ছাত্রদের মিথ্যা মামলা বাতিল করে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। একইসঙ্গে মিথ্যা মামলার বাদী, সাক্ষী, তদন্ত কর্মকর্তা এমনকি বিচারকদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তারা।
গনঅভ্যুত্থান মঞ্চের আহ্বায়ক ও আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জায়িদ হাসান জোহা বলেন, ‘সাংবাদিক মাহমুদুর রহমান দীর্ঘদিন পরে দেশে ফিরেছেন। ফ্যাসিস্ট সরকারের সময়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দেওয়া হয়েছিল। আজ আদালত তাঁকে ওই মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এটি স্বাধীন দেশের নাগরিকেরা চায় না। সেই জায়গায় থেকে আজ আমরা তাঁর পাশে দাঁড়িয়েছি। তাঁকে অবিলম্বে কারাগার ও মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে।’
ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জি. এ. সাব্বির বলেন, ‘সাংবাদিক মাহমুদুর রহমান যাঁকে মিথ্যা মামলায় আটক করে দেশদ্রোহী করা হয়েছিল। এত বছর পরে সেই নির্যাতিত মানুষ যখন দেশে ফিরলেন, তাঁকে সম্মান না দিয়ে পুনরায় জেলে পাঠানো হলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাহমুদুর রহমান সমগ্র মজলুমের প্রতিনিধি। আমরা অনতিবিলম্বে তাঁর মুক্তি চাই।’
বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, ‘সাংবাদিকতা পেশায় যত স্বাধীনতা থাকবে, গণতন্ত্র তত বেশি পরিশীলিত হবে। কিন্তু বিগত ১৫ বছরে আমরা দেখেছি সাংবাদিক ও লেখক শ্রেণীকে কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে। তাঁদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
মাহমুদুর রহমানের নামে ১২৫ টি মামলা দেওয়া হয়েছে। শুধু মাহমুদুর রহমান নয় যে সকল সাংবাদিক সত্য লিখতে গিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তাঁদেরকে মিথ্যা মামলা দিয়ে দমন করার চেষ্টা করা হয়েছে। আমরা চাই অনতিবিলম্বে মাহমুদুর রহমানকে জামিন দেওয়া হোক। পাশাপাশি সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।’
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়র অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বেলা ১১টার দিকে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি