কথিত সাংবাদিক নজরুল ইসলাম বিরুদ্ধে মানববন্ধন

- আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
টিকাপাড়া (খুলিপাড়ার) কথিত সাংবাদিক ব-কলম নজরুল ইসলাম ও তার সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী
আজ সকাল ১০টায় নগরীর জিরোপয়েন্ট মোড়ে টিকাপাড়া এলাকাবাসী ও ভুক্তভোগীরা মিলে এই মানববন্ধন করেছে। তারা অভিযোগ তুলছে ব- কলম সাংবাদিক নজরুল ইসলাম ও তার সন্ত্রাস বাহিনী দিয়ে খুলিপাড়া এলাকায় নানা সময়ে অনেক মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা আত্মসাৎ, মারধোর ও খবরদারী করে। এমনকি নিজের ছেলে বউকে সেক্সচুয়াল হেরেজমেন্ট করেছে বলেও অভিযোগ দেন তারা।
ব-কলম সাংবাদিক নজরুল ইসলাম জুলু তার সকল অপকর্ম প্রশাসনের সহযোগীতায় করে যাচ্ছে। এমনকি সে তার ইচ্ছা মতো প্রশাসনকে ব্যবহার করে এলাকার অনেককে গ্রেফতার করাচ্ছে ও প্রাণ নাশের হুমকি দিচ্ছেন এমনি জানিয়েছেন মানববন্ধনে অবস্থিত এলাকাবাসী ।
এলাকাবাসীর একটি দাবি এই ভুঁইফোড় সাংবাদিককে গ্রেফতার করে আমাদের এলাকায় শান্তি এনে দিবেন অন্যথায় আমরা থানার সামনে গিয়ে আত্মহত্যা করবো। হয় মুক্তি দেন নয়তো গুলি করে আমাদের মেরে ফেলেন।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি