ফিজ কারেস্মায় দিশেহারা কলকাতা, ফিরে পেল হারানো টুপি
- আপডেট সময় : ০৪:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
আইপিএলের ২২তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
২০তম ওভারে ঝলক দেখিয়েছেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ডেথ ওভারে বল করতে এসে মুস্তাফিজ শেষ ওভারে দিয়েছেন মাত্র ২ রান, নিয়েছেন ২ উইকেট।
চলতি আইপিএলে ৪ ম্যাচ খেলে মুস্তাফিজ নিয়েছেন ৯ উইকেট। প্রথম ম্যাচেই ফিজের শিকার ছিলো চারটি। আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত সেরা উইকেট শিকারি ফিজ। তারপরে আছে রাজস্থান রয়্যালসের যুবেন্দ্র চাহাল। তার শিকার ৮।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা। ওপেনার ফিল সল্ট ০ রানে ফেরেন সাজঘরে। এরপর মাঝে ব্যাটাররা কিছুটা থিতু হওয়ার চেষ্টা করলেও চেন্নাইর নিয়ন্ত্রিত বোলিং তাদের স্কোর বড় করতে দেয়নি।
তুষার দেশপান্ডে আর রবীন্দ্র জাদেজার সাথে পাল্লা দিয়ে মুস্তাফিজও দারুণ বোলিং করেন। তুষার ও জাদেজা নিয়েছেন তিনটি করে উইকেট। মুস্তাফিজের মোট শিকার ২। চার ওভারে তিনি দিয়েছেন ২২ রান। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কলকাতা তুলতে পেরেছে ১৩৭ রান।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি