ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডা. সাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ভাইরাল সেই বিএনপি নেতা লিয়াকতকে দল থেকে বহিষ্কার বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে ড. ইউনূস দায়িত্ব নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের সারাদেশে ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির উপদেষ্টা হাসান আরিফ আর নেই ঋত্বিক প্রেমিদের তার স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবি বাংলাদেশে দ্রুত নির্বাচনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘স্বৈরাচারের দোসরদের নয়, জুলাই বিপ্লবে সহায়তাকারী রুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই’ বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান

বানেশ্বরে বিকাশ দোকানসহ এক রাতে ৯ দোকানে চুরি

মেহেদী
  • আপডেট সময় : ০৫:৪৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে

পুঠিয়া  প্রতিনিধি:


সাটার ভাজ করে বিকাশ দোকানসহ এক রাতে ৯ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্নে আ: লতিফ সুপার মার্কেটে এ চুরির ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানায়, চুরি করার সময় চোরের সংঘবদ্ধ দলের পাহারায় দোকানের সাটার ভ্যাঁজ করে একজন ভিতরে প্রবেশ করে ৯টি দোকান থেকে ২টা মোবাইল ফোন, নগদ প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে যায়। তবে নগদ টাকা ছাড়া অন্য কোন মালামাল চুরি হয়নি বলে দোকান মালিকগণ জানিয়েছেন।

চুরি যাওয়া দোকানগুলো হলো, আফজাল হোসেনর ঢাকা স্টোর(৯০হাজার টাকা), রানা টেলিকম(৮হাজার ২শত), সজিবের ইস্মাট কসমেটিকস(১১হাজার), সিয়ামের লাম ইয়া কসমেটিকস(১১হাজার), সবুজের নগদ, বিকাশের সিটি কসমেটিক(এক লাখ), মো: বারির জুইমনি কসমেটিক(৯হাজার), আনিস আলীর বুলু বার্ড(১৪হাজার ৫০০) এবং শান্ত হোসেনের মিরাক্কেলের দোকানের সাটার ভ্যাজ করে ভিতরে ঢুকে।

এ দোকানে কোন টাকা না থাকায়, কিছু না নিয়ে বের হয়ে যায়। মার্কেটের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা থাকলেও ভিতরে একজন মানকি টুপি পরে চুরি করার দৃশ্য দেখা যায়। চুরি করার সময় সিসি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়, যার করণে বাকিদের দেখা যায়নি।

একসঙ্গে এতগুলো দোকান চুরি হলো তখন ডিউটিরত নাইটগার্ড কি করল? এমন প্রশ্নের জবাবে বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুবায়ের হোসেন বলেন, আমার বাজারের নাইট গার্ড ভালো ডিউটি করে, কিন্ত এই লতিফ মার্কেটে সমানে থেকে সাটার নামিয়ে দেওয়ার করণে ঘিরে থাকে। যার কারণে বাইর থেকে ভিতরে কিছু দেখা যায় না। ফুটেজ দেখে মনে হলো ভোর বেলায় পেছনের দিক থেকে ঢুকে এ চুরির ঘটনা ঘটেছে।

পুঠিয়া থানা ইনচার্জ সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করি ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের সনাক্ত করার চেষ্টা চলছে। চোর চক্রকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বানেশ্বরে বিকাশ দোকানসহ এক রাতে ৯ দোকানে চুরি

আপডেট সময় : ০৫:৪৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

পুঠিয়া  প্রতিনিধি:


সাটার ভাজ করে বিকাশ দোকানসহ এক রাতে ৯ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্নে আ: লতিফ সুপার মার্কেটে এ চুরির ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানায়, চুরি করার সময় চোরের সংঘবদ্ধ দলের পাহারায় দোকানের সাটার ভ্যাঁজ করে একজন ভিতরে প্রবেশ করে ৯টি দোকান থেকে ২টা মোবাইল ফোন, নগদ প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে যায়। তবে নগদ টাকা ছাড়া অন্য কোন মালামাল চুরি হয়নি বলে দোকান মালিকগণ জানিয়েছেন।

চুরি যাওয়া দোকানগুলো হলো, আফজাল হোসেনর ঢাকা স্টোর(৯০হাজার টাকা), রানা টেলিকম(৮হাজার ২শত), সজিবের ইস্মাট কসমেটিকস(১১হাজার), সিয়ামের লাম ইয়া কসমেটিকস(১১হাজার), সবুজের নগদ, বিকাশের সিটি কসমেটিক(এক লাখ), মো: বারির জুইমনি কসমেটিক(৯হাজার), আনিস আলীর বুলু বার্ড(১৪হাজার ৫০০) এবং শান্ত হোসেনের মিরাক্কেলের দোকানের সাটার ভ্যাজ করে ভিতরে ঢুকে।

এ দোকানে কোন টাকা না থাকায়, কিছু না নিয়ে বের হয়ে যায়। মার্কেটের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা থাকলেও ভিতরে একজন মানকি টুপি পরে চুরি করার দৃশ্য দেখা যায়। চুরি করার সময় সিসি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়, যার করণে বাকিদের দেখা যায়নি।

একসঙ্গে এতগুলো দোকান চুরি হলো তখন ডিউটিরত নাইটগার্ড কি করল? এমন প্রশ্নের জবাবে বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুবায়ের হোসেন বলেন, আমার বাজারের নাইট গার্ড ভালো ডিউটি করে, কিন্ত এই লতিফ মার্কেটে সমানে থেকে সাটার নামিয়ে দেওয়ার করণে ঘিরে থাকে। যার কারণে বাইর থেকে ভিতরে কিছু দেখা যায় না। ফুটেজ দেখে মনে হলো ভোর বেলায় পেছনের দিক থেকে ঢুকে এ চুরির ঘটনা ঘটেছে।

পুঠিয়া থানা ইনচার্জ সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করি ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের সনাক্ত করার চেষ্টা চলছে। চোর চক্রকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি