সংবাদ শিরোনাম ::
রোববার প্রতিটি জেলা সদরে মানববন্ধন করবে বিএনপি: রিজভী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপি নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যদের নিয়ে রোববার ঢাকাসহ প্রতিটি জেলা সদরে মানববন্ধন করবে বিএনপি।
এ উপলক্ষে শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশের জেলা সদরে মানববন্ধন করবেন তারা। ঢাকা শহরে গুম-খুনের শিকারদের পরিবার এবং যেসব নাগরিক গুম-খুন হয়েছেন সেই পরিবারের সদস্যদের সমন্বয়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকায় মানববন্ধন হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায়। এ বিষয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতেও মানববন্ধনের জন্য দল প্রস্তুতি নিয়েছে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি