রাজশাহীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই বন্ধু আহত
- আপডেট সময় : ০৪:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই বন্ধু আহত হয়েছে। রোববার দিবাগত রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাগমারা উপজেলার বাসুপাড়া গ্রামের কৌশিক কুমার ও একই গ্রামের অভিজিৎ কুমার।
আহত অভিজিত জানায়, রাতে এক বন্ধুর জন্মদিন পালন করে ছয় বন্ধু মিলে রাজশাহী স্টেশনে চা খাচ্ছিলাম। এ সময় এক যুবক ডাক দিয়ে পাশে ওভারব্রিজের সিঁড়ির কাছে নিয়ে যায় কৌশিককে। পেটে চাকু ঠেকিয়ে যা আছে তা দিয়ে দিতে বলে। পরে সঙ্গে থাকা অভিজিতের নজরে এলে সে এগিয়ে যায়। এ সময় ওই যুবকের সঙ্গে থাকা আরও দুজন একত্রিত হয়ে কৌশিক ও অভিজিৎকে বুকে চাকু দিয়ে আঘাত করে এবং মোবাইল নিয়ে পালিয়ে যায়।
তারা আরও জানায়, অন্য বন্ধুরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কৌশিকের বুকে ৫০টি এবং অভিজিতের বুকে ৩০টি সেলাই দেওয়া হয়েছে। কৌশিক হাসপাতালে ভর্তি থাকলেও অভিজিতের পরিবার অভিজিতকে বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছে।
কৌশিকের বাবা কার্তিক চন্দ্র কবিরাজ বলেন, ‘ছেলের চিকিৎসা শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’
বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি