দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৯:৪৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ৮০ বার পড়া হয়েছে
বিশ্বকাপের দশম ম্যাচে লখনৌর ইকানা স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বকাপ অভিযানের শুরুটা দুই বিপরীত মেরু থেকে শুরু করেছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হার নিয়ে শুরু কামিন্সদের, অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৪২৮ রান করেছিল প্রোটিয়ারা। ১০২ রানে জয় পাওয়া দলটি আজও আগে ব্যাট করবে।
দু’দলের মুখোমুখি লড়াই মানে দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ। এখন পর্যন্ত ১০৮ ওয়ানডেতে ৫০ জয় অস্ট্রেলিয়ার আর ৫৪ ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২০১৬ সাল থেকে ২০ বারের দেখায় ১৫টিতেই প্রোটিয়ারা জিতেছে। বিশ্বকাপে অবশ্য এগিয়ে অজিরা। ৫ দেখায় ৩ জয় তাদের।
আগের ম্যাচের একাদশে আজ দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি এবং ক্যামেরুন গ্রিনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জশ ইংলিস এবং মার্কাস স্টয়নিস। বাভুমার দলেও রয়েছে একটি পরিবর্তন। কোয়েটজির বদলি হিসেবে দলে ঢুকেছেন তাবরেজ শামসি।
দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও তাবরেজ শামসি।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
প্রসঙ্গনিউজবিডি/আল.রুইন