তানোরে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
“পিপিআর রোগের টিকা দিন’ ছাগল ও ভেড়া সুস্থ রাখুন” স্লোগান কে সামনে রেখে তানোর বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার তালন্দ ইউনিয়নের মোহর গ্রামে এ বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের প্রাণীসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মুলের লক্ষ্যে এ বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তানোর প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, তালন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রইস উদ্দিন বাচ্চু প্রমূখসহ প্রাণীসম্পদ অফিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি