তানোরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ২
- আপডেট সময় : ০৪:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
তানোর থানা পুলিশি বিশেষ অভিযানে চুরি হওয়া মোটরসাইকেল সহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এমন মোটরসাইকেল চুরির ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার রাত ১টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রামে। এতে করে রাতেই বিশেষ অভিযান পরিচালনা করে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করনে তানোর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রামের আদিবাসী পাড়ার নরেন মুর্মুর ছেলে যোহন মুর্মু (৩৫)। এবং দূর্গাপুর উপজেলার মহিপাড়া গ্রামের জেহের উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪২)। ঘটনা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রামের মতিউর রহমানের বাড়ির উঠান থেকে রাতে তার ডিসকভারি মোটরসাইকেল চুরি হয়।
এতে করে অনেক খোজাখুজি করে মোটরসাইকেলের কোন সন্ধান না পেয়ে সঙ্গে সঙ্গে তানোর থানায় যোগাযোগ করে ঘটনাটি অবহিত করেন মতিউর রহমান। এতে করে রাতেই বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রাম থেকে যোহন মুর্মুকে আটক করে জিজ্ঞেসাবাদ করলে তিনি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন।
তার তথ্য মতে রাতের বিশেষ অভিযান চালিয়ে রাজশাহীর দূর্গাপুর উপজেলার মহিপাড়া গ্রাম থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও শফিকুল ইসলাম কে গ্রেফতার করেন থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এতে করে রাতেই চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করায় তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম প্রশংসিত হচ্ছেন সর্বমহলে।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, মোটরসাইকেল চুরি হওয়ার অভিযোগ পাওয়া মাত্র বিভিন্ন ইউনিটে পুলিশ নামিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে করে রাতেই চুরি হওয়া মোটরসাইকেল সহ দুই চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি