রাজশাহীতে বিএনপির আজীবন বহিষ্কৃত নেতাকমীদের নিয়েই চলছে বিক্ষোপ মিছিল

- আপডেট সময় : ০৫:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদন:
রাজশাহী মহানগরীর বিএনপি নেতাদের মুক্তির দাবির বিক্ষোব মিছিলে আজীবন বহিষ্কৃত নেতাদের নিয়েই চলছে বিক্ষোপ মিছিল। যার মধ্যে একজন বর্তমান ১৬ নং ওয়ার্ডের কাউন্সিল বেলাল আহম্মেদ ও অপরজন ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটো ।
গত ২৩ আগষ্ট মহানগরীর ভুবন মোহন পার্কে থেকে শুরু হয় বিক্ষোপ সমাবেশ । যেখানে বিএনপির নেতা কর্মীদের মুক্তির দাবিতে শতশত নেতাককর্মীর উপস্থিতিতে মিছিলটি জয়বাংলা চত্বর হয়ে জিরোপয়েন্ট হয়ে আবার ভুবন মোহন পার্কে গিয়ে শেষ হয়।
সেই মিছিলে গত রাসিক নির্বাচনে আজীবন বহিষ্কৃত দুজন নেতাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় । বিষয়টি নিয়ে বিএনপির অন্যান্য নেতাকর্মীদের মধ্যে দন্দের সৃস্টি হয়েছে। তারা অনেকেই বলেছে বিএনপির নেতা এ্যাড. মিলনের ছত্রছায়ায় যারা থাকে তার সহযোগীতা করে তারাই আজকে এই মিছিলে উপস্থিত হয়েছে। অন্য কোন সময় এই নেতা কর্মীদের দেখতে পাওয়া যায় না। তবে যারা এভাবে কাজ করে বেড়াচ্ছে তাদের সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় নেতাদের মধ্যে চাপা ক্ষোপ প্রকাশ পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী বলছেন, বিগত রাসিক সিটি কর্পোরেশন নির্বাচনে যে সকল বহিস্কৃত নেতারা অংশগ্রহণ করেছিলেন তারা সবাই বিএনপির এর প্রভাবশালী নেতার ছত্র ছায়ায় থাকেন এবং সেই নেতার অনুমতিতেই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির এমন নির্দেশনা অমান্য করে বহিষ্কৃত নেতীবৃন্দ হরহামেশাই ক্ষমতা দেখাচ্ছে ও একক ব্যক্তির জন্য তারা কাজ করছে এমনি বলছেন বিএনপির অধিকাংশ নেতাকর্মী ।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি