পুঠিয়ায় হাট ইজারাদারকে কুপিয়েছে দুর্বৃত্তরা
- আপডেট সময় : ০৫:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় হাট ইজারাদার সুমন আলীকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। তাকে মুমূর্ষু অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে গেছে স্বজনরা। আহত সুমন পুঠিয়া উপজেলা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম এহিয়ার ছেলে। তিনি বর্তমানে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটের ইজারাদার হিসেবে কর্মরত আছেন।
রোববার (৯ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে পুঠিয়ার মধুখালি এলাকায় এ ঘটনা ঘটে।
ইয়াহিয়া জানান, রোববার সন্ধ্যার দিকে সুমন ঝলমলিয়া থেকে হাড়োখালির দিকে যায়। সেখানে রাস্তায় তার গতি রোধ করে এলাকার সন্ত্রাসী ৪/৫ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে তিনি জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। আহতকে চিকিৎসা নিতে বলা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি