রাজশাহীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় আটক-২

- আপডেট সময় : ১২:২০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কেঁদুর মোড় এলাকায় শিক্ষার্থী তানভীর আহমেদ (১৯)কে আটক করে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গতকাল বুধবার রাত্রি দশটার সময় নগরীর আলু পট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুই ভুয়া ডিবি পুলিশ হচ্ছেন বোসপাড়া তেতুলতলা এলাকার মৃত নুরুল হুদার ছেলে নুরুন্নবী চাঁদ (৪০) ও দরগা পাড়া এলাকার রতন শেখের ছেলে রাব্বী মৃদুল রহমান (২৪)।
অভিযোগকারী শিক্ষার্থী তানভীর আহমেদ(১৯) মির্জাপুর পূর্বপাড়া এলাকার মাহাতাব আলীর ছেলে ও এনএসআরটিসি পলিটেকনিক ইন্সটিটিউট, রাজশাহীতে সিএইচটি বিভাগে পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।
অভিযোগকারী তানভীর আহমেদ বলে,বুধবার সন্ধ্যায় সাহেব বাজারে ব্যক্তিগত কাজ শেষে অজ্ঞাতনামা অটোরিক্সাযোগে বাসায় ফেরার পথে বোয়ালিয়া মডেল থানাধীন কেদুড় মোড়স্থ পাকা রাস্তার উপর সময় অনুমান ০৭.২০ ঘটিকায় পৌঁছালে নুরুন্নবী চাঁদ ও রাব্বি মৃদুল রহমান অটোরিক্সার গতিরোধ করে আমাকে অটোরিক্সা থেকে নামিয়ে তারা আমাকে ডিবি পুলিশের পরিচয় দেন এবং আমাকে বলে তোমার কাছে অবৈধ মাদকদ্রব্য রয়েছে। আমার নিকট কোন মাদকদ্রব্য নেই বললে তারা আমাকে থানায় নিয়ে যেতে চায় এবং এক পর্যায়ে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আমার নিকট হতে ১০,০০০/-(দশ হাজার) টাকা দাবী করে ও জোর পূর্বক আমাকে অজ্ঞাতনামা রিক্সাযোগে সাগরপাড়া পিডিবি অফিসের গলি পথের শেষ মাথায় নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে একটি বিকাশের দোকানে আমার মোবাইলের ব্যক্তিগত বিকাশ এ্যাকাউন্ট হতে তিন হাজার আটশত টাকা উত্তোলন করে এবং মানিব্যাগ থেকে নগদ আটশত টাকা নিয়ে নেয়। পরবর্তীতে আমার বন্ধু মোঃ আন নাফে ইসলাম নাইম (১৮) কে ঘটনাটি মোবাইল ফোনের মাধ্যমে জানালে সে বোয়ালিয়া থানা পুলিশকে জানায়। তৎক্ষণাত বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে উক্ত দোকানের সিসি ফুটেজ দেখে এবং আমাদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টির মোড় হতে দুই ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারীদের গ্রেফতার করেন এবং আসামী নুরনবী চাঁদের কাছথেকে তিন হাজার টাকা ও রাব্বি মৃদুল রহমান এর কাছ থেকে পাঁচশত টাকা উদ্ধার করেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির বলেন, এক শিক্ষার্থীকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় দুই ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারীকে আটক করে আইনানুগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
প্রসঙ্গনিউজ২৪/জে. সি