ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডা. সাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ভাইরাল সেই বিএনপি নেতা লিয়াকতকে দল থেকে বহিষ্কার বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে ড. ইউনূস দায়িত্ব নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের সারাদেশে ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির উপদেষ্টা হাসান আরিফ আর নেই ঋত্বিক প্রেমিদের তার স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবি বাংলাদেশে দ্রুত নির্বাচনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘স্বৈরাচারের দোসরদের নয়, জুলাই বিপ্লবে সহায়তাকারী রুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই’ বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান

আমাদের শহরের একটা দু’তলা কার্নিস

মারিয়া গমেজ
  • আপডেট সময় : ০৪:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

আমাদের শহর

আমাদের শহরের একটা দুতলা কার্নিসের জানালা ছিল,

যেখানে প্রতিদিন সূর্যের মিস্টি আলো আর বিকেলের বয়ে যাওয়া সিগ্ধ বাতাসের খেলা ছিল

ওই যে জানালা, যাকে ঘিরে হতো লুকোচুরি খেলা, ২মিনিটের চোখের দেখা আর অপেক্ষার প্রহর গুনা,

২৪৬.৯ কি:মি পথের দূরত্বের ওই শহরের কার্নিস জোড়া জানালায় এখনো চুপিসারে দোল খেলে যায় পুরোনো স্মৃতিরা

২০২০ এর জানালা, ফেলে আসা সেই স্মৃতি, আজ গুটি গুটি পায়ে, এতটা পথ অতিক্রম করে, কড়া নাড়ছে আমার শহরের দরজায়

হ্যাঁ আজ ৪ বছর পর চা এর ছোট্ট কাপেই জমে ছিল আড্ডা।

সন্ধ্যার লেমপোস্ট দাড়ানো রাস্তা অতিক্রম করে বাদাম এর খোশা ছাড়িয়ে অবশ্য মিললো পুরোনো সেই মূহূর্তের দেখা,

সুন্দর ছিল এই সময় এই সন্ধ্যার আড্ডা,

বছর চারেক পর সেই কবিতার মতো, পুরোনো অতিথির সাথে দেখা,

যে এক সময় আমার শহরে বিচরণ করছিলো না লেখা শত গল্প নিয়ে,

হ্যাঁ দেখাটা অনেক সময় পর , তবে বুঝলাম সময়ের তালে কেবল বেড়েছে শুধু বয়সের সংখ্যাগুলো,

চুলে পাক ধরেনি কারো , কেউ চোখের মায়াকে বন্দি করিনি মোটা ফ্রেমের চশমায়।

খুব বেশি বদলে যাইনি কেউ, আগের মতোই পুরোনো সভাব পুরোনো বায়না যেন অপরিবর্তনশীল সভাব হয়ে রয়ে গেছে।

কেবল জীবনের তাগিদে যতটুকু ম্যাচুরিটি না আসলেই নয়, তার থেকে কিছুটা ম্যাচুরিটি এসেছে আমাদের মাঝে।

আজও সেই ফুল ভালোবেসে ছোট ব্যাগের চেইনটাতে যত্ন করে রেখে দিতে ভুল করে না।

আমারা বলি মানুষ পরিবর্তনশীল, তবে সময়ের ও পরিস্থিতির থেকে বেশি নয়।

সেই চন্দ্রিমা উদ্দানকে বরণ করে নেয়া দাড়িয়ে থেকে কৃষ্ণচুড়া গাছ গুলো যেমন বার বার ফিরে আসে তার লাল আভা নিয়ে,

তেমন মানুষের কিছু সভাবও ফিরে আসে তার জীবনের ও বয়সের প্রতিটা সংখ্যার মাঝে।

আসলে সেগুলো অপরিবর্তনশীল, সেগুলোই মানুষের মায়া রুপ, সেইগুলোই মানুষকে বাঁচিয় রাখে হাজার বছর ধরে।

 

লেখক: মারিয়া গমেজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমাদের শহরের একটা দু’তলা কার্নিস

আপডেট সময় : ০৪:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

আমাদের শহরের একটা দুতলা কার্নিসের জানালা ছিল,

যেখানে প্রতিদিন সূর্যের মিস্টি আলো আর বিকেলের বয়ে যাওয়া সিগ্ধ বাতাসের খেলা ছিল

ওই যে জানালা, যাকে ঘিরে হতো লুকোচুরি খেলা, ২মিনিটের চোখের দেখা আর অপেক্ষার প্রহর গুনা,

২৪৬.৯ কি:মি পথের দূরত্বের ওই শহরের কার্নিস জোড়া জানালায় এখনো চুপিসারে দোল খেলে যায় পুরোনো স্মৃতিরা

২০২০ এর জানালা, ফেলে আসা সেই স্মৃতি, আজ গুটি গুটি পায়ে, এতটা পথ অতিক্রম করে, কড়া নাড়ছে আমার শহরের দরজায়

হ্যাঁ আজ ৪ বছর পর চা এর ছোট্ট কাপেই জমে ছিল আড্ডা।

সন্ধ্যার লেমপোস্ট দাড়ানো রাস্তা অতিক্রম করে বাদাম এর খোশা ছাড়িয়ে অবশ্য মিললো পুরোনো সেই মূহূর্তের দেখা,

সুন্দর ছিল এই সময় এই সন্ধ্যার আড্ডা,

বছর চারেক পর সেই কবিতার মতো, পুরোনো অতিথির সাথে দেখা,

যে এক সময় আমার শহরে বিচরণ করছিলো না লেখা শত গল্প নিয়ে,

হ্যাঁ দেখাটা অনেক সময় পর , তবে বুঝলাম সময়ের তালে কেবল বেড়েছে শুধু বয়সের সংখ্যাগুলো,

চুলে পাক ধরেনি কারো , কেউ চোখের মায়াকে বন্দি করিনি মোটা ফ্রেমের চশমায়।

খুব বেশি বদলে যাইনি কেউ, আগের মতোই পুরোনো সভাব পুরোনো বায়না যেন অপরিবর্তনশীল সভাব হয়ে রয়ে গেছে।

কেবল জীবনের তাগিদে যতটুকু ম্যাচুরিটি না আসলেই নয়, তার থেকে কিছুটা ম্যাচুরিটি এসেছে আমাদের মাঝে।

আজও সেই ফুল ভালোবেসে ছোট ব্যাগের চেইনটাতে যত্ন করে রেখে দিতে ভুল করে না।

আমারা বলি মানুষ পরিবর্তনশীল, তবে সময়ের ও পরিস্থিতির থেকে বেশি নয়।

সেই চন্দ্রিমা উদ্দানকে বরণ করে নেয়া দাড়িয়ে থেকে কৃষ্ণচুড়া গাছ গুলো যেমন বার বার ফিরে আসে তার লাল আভা নিয়ে,

তেমন মানুষের কিছু সভাবও ফিরে আসে তার জীবনের ও বয়সের প্রতিটা সংখ্যার মাঝে।

আসলে সেগুলো অপরিবর্তনশীল, সেগুলোই মানুষের মায়া রুপ, সেইগুলোই মানুষকে বাঁচিয় রাখে হাজার বছর ধরে।

 

লেখক: মারিয়া গমেজ