পুঠিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত”
- আপডেট সময় : ০৭:০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া-তাহেরপুরগামী আঞ্চলিক পাকা রাস্তার উপর বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে শিলমাড়িয়া ইউনিয়নের অন্তর্গত বাসুপাড়া ০৭ নং ওয়ার্ডের হোসেনের বটতলা নামক স্থানে এদুর্ঘটনা ঘটে। পুঠিয়া থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারা ভবানীগঞ্জ হইতে ঢাকা গামী এমপি সাফারী বাস যাহার রেজিষ্ট্রেশন নাম্বার রাজ মেট্রো ব-ন-১১-০০৯২ যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার সময় হোসেনের বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপর উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী মেডিকেলের শিক্ষার্থী মো: হব্বত আলী(২৫) পিতাঃ মোঃ আক্কাস আলী (২) আবু সাঈদ (২২),পিতাঃ মোঃ জেকের, সর্ব সাং-তেঁতুলিয়া থানাঃ পুঠিয়া, জেলাঃ রাজশাহী কে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল সহ বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুইজনই মারা যায়। অজ্ঞাত ড্রাইভার হেলফার দুইজন পলাতক।
খবর পেয়ে ঘটনাস্থলে পুঠিয়া থানা পুলিশ সহ ফায়ার সার্ভিস উপস্থিত হয়েছেন।
এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গনিউজ২৪/জে. সি