অধিকার আদায়ে পবা উপজেলার এমপি প্রার্থীর আসাদের সাথে আদিবাসীদের সভা
- আপডেট সময় : ০৫:৫২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
পবা উপজেলা সর্বস্তরের আদিবাসী জনগোষ্ঠীর সাথে নৌকা মনোনিত এমপি প্রার্থী আসাদুজ্জামান আসাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার নগরীর লক্ষীপুর মোড়ে আসাদুজ্জামান আসাদের রাজনৈতিক চেম্বারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা ও মোহনপুর) এমপি প্রার্থী আসাদুজ্জামান আসাস ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, গ্রাম থেকে আগত মোড়ল জোসেফ হেম্ব্রম, পবা উপজেলার খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি বুদ্ধিনাথ হাঁসদা ও আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয় খ্রীষ্টফার বিশ্বাস সহ প্রমূখ।
উক্ত মতবিনিময় সভায় প্রত্যেকে আদিবাসী জনগোষ্ঠী তাদের এলাকার সমস্যার নানা দিক গুলো তুলে ধরেন। কেউ বলেন বিদ্যুতের সমস্যা, কবরস্থানের সমস্যা, রাস্তা ঘাটের সমস্যা, যারা এলাকায় বয়স্ক রয়েছে তাদের ভাতার সমস্যা সহ ছাত্রদের পক্ষ্যে জয় খ্রীষ্টফার বিশ্বাস বলেন, যেন পবা উপজেলা ও মোহনপুরে আদিবাসীয় মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃদ্ধির ব্যবস্থা করে নিচ্ছিত করা হয়। সেই সাথে বৃহতর জনগোষ্ঠীর মতো আদিবাসী শিক্ষার্থীদের রাজনীতিতে প্রবেশের সুযোগ দেয়া হয়। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যাদের কর্মসংস্থানের প্রয়োজন তাদের জন্য সুব্যবস্থা করা, একটি খেলার মাঠ, এলাকা ভেদে লাইব্রেরী ও চাকরী ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সহযোগীতা করা হয় সেই বিষয়েও জোরাল ভাবে বলেন।
পরে বিশেষ অতিথি সুভাষ চন্দ্র হেম্ব্রব আদিবাসীদের পক্ষে বলেন, সংসদে আদিবাসীদের পক্ষে লাড়াই সংগ্রাম করে তাদের জন্য ভূমি ও একটি পৃথক মন্ত্রনালয় করার জন্য দাবি জানান সেই সাথে আদিবাসীদের জন্য কলেজ যেন স্থাপন করা হয় সেই বিষয়টিও নজর দিতে বলেন।
শেষ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি নৌকার মানুষ আপনাদের মাধ্যমে যদি বিজয়ী হই অবশ্যই আপনাদের সকল চাওয়া পুরণ করাতে না পারলেও অধিকাংশ চাওয়া পাওয়া পুরণ করবো। তবে আমি ভুলে যেতে পারি । আমার থেকে আপনাদের অধিকর বুঝে নেয়ার দায়িত্ব আপনাদের। তাই সবসময় আমাদের সাথে আপনারা থাকবেন ও যোগাযোগ করবেন। আর নৌকার বিজয় ছিনিয়ে আনবেন।
উক্ত মতোবিনিময় সভায় হলদিবনা, গোপালপুর, কসবা, লক্ষ্মীপুর, দারুসা, ধর্মহাটা, কাদিপুর, মিঞাপুর, মেদবাড়ির সাঁওতাল, পাহাড়িয়া, মাহালি, উড়াও সহ শতাধিক আদিবাসী সম্প্রদায়ের নেতাকর্মীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি