রাসিক মেয়রের সাথে রুয়েট কর্মচারী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

- আপডেট সময় : ০৫:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ এর নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন (শুভ), সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মুন্না সহ অন্যান্য নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নগর ভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা রুয়েট কর্মচারী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
এ সময় রুয়েট কর্মচারী সমিতির সহ-সভাপতি মামুন, সাজ্জাদুর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম মুক্তা, অর্থ সম্পাদক রাহাদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক জামিম রেজা, প্রচার সম্পাদক আমান ফরহাদ, সদস্য শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, আবুল কালাম, রতন আলী।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি