তানোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

- আপডেট সময় : ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু র ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ গ্রামে।
পানিতে ডুবে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত শিশুর নাম আরাফাত হোসেন শিহাব(২)।পিতা সুমন মন্ডল। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আরাফাত হোসেন শিহাব বেলা ১১টার দিকে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে খেলা করার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যান।
এসময় বাড়ির লোকজন শিশু আরাফাত হোসেন শিহাবকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আসেপাশে অনেক খুঁজাখুঁজি করে শিহাবকে না পেয়ে গ্রামবাসী পুকুরে নেমে খোজাখুজি করতে লাগেন। এসময় পুকুর থেকে শিশু শিহাবকে উদ্ধার করে গ্রামবাসী তানোর মেডিকেলে নিয়ে আসেন।
এসময় চিকিৎসক আরাফাত হোসেন শিহাবকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, নিহত শিশুর পরিবার থেকে কেউ কোন অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি