তানোরে ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভা
- আপডেট সময় : ০৫:৩৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে ইউনিয়নের হরিপুর ও ধানুরা ফুটবল মাঠে ৮ ও ৯ নম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদ সদস্য লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক,কামারগাঁ দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, উত্তর আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক,তালন্দ ইউপি পরিষদ চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি রামকমল সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মুনসেফ আলী,কামারগাঁ উত্তর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী প্রমূখসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি