তানোরে ওয়ারেন্ট ভুক্ত প্রতারক চক্রের সদস্য নাহিদ গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্ট ভুক্ত আসামি প্রতারক চক্রের সক্রিয় সদস্য নাহিদ( ৩৩) কে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। গত শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রাজশাহী সিটি হাট এলাকার একটি বাসা থেকে প্রতারক নাহিদ কে গ্রেফতার করা হয়।
প্রতারক নাহিদ তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল গ্রামের নেসার উদ্দিনের পুত্র। পেশায় নাহিদ বরেন্দ্র অফিসের মেকানিক হিসেবে কাজ করেন। পেশায় নাহিদ মেকানিকের কাজ করলেও নিজেকে বরেন্দ্র অফিসের বড় কর্মকর্তা কখনো এক্সচেঞ্জ অফিসার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এলাকায় চাকরি, ডিপ অপারেটর করে দেওয়ার নামে অসংখ্য মানুষের সাথে প্রতারনা করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।
গড়ে তুলেছেন আলিশান বাড়ি,শহরে কিনেছেন ফ্ল্যাট ও একরের পর একর জমি। এভাবেই দিনের পর দিন মানুষের সাথে প্রতারনা করে নাহিদের ভাগ্যের পরিবর্তন হলেও হয়নি ভুক্তভোগীদের কোন চাকরি বা ডিপ অপারেটর হওয়ার স্বপ্ন পুরনো হয়নি। ফলে বাধ্য হয়ে প্রতারক নাহিদের প্রতারনার হাতে থেকে বাঁচতে অনেক প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিতে শুরু করেন। এমনকি প্রতারক নাহিদের বিরুদ্ধে দুদকের কাছেও রয়েছে অভিযোগ।
প্রতারক নাহিদ তার আপন ভাইয়ের জমিও চিটিং করে তার নামে লিখে নিয়েছে। নাহিদের প্রতারনার স্বীকার চাঁন্দুড়িয়া ইউনিয়নের চাঁন্দুড়িয়া বাজারের রনি নামের একজন বলেন, আমাকে অল্প দামে জমি কিনে দিবে বলে ২১লাখ টাকা নিয়েছে নাহিদ কিন্তু কোন জমি কিনে দেয়নি। দীর্ঘদিন ধরে তার পিছনে ঘুরে ঘুরেও কোন লাভ হয়নি, যার জন্য বাধ্য হয়ে চিটিং মামলা দায়ের করছে নাহিদের বিরুদ্ধে।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে আসামি নাহিদ পলাতক ছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে রাজশাহী সিটি হাট এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি