নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন এমপি প্রার্থী: ওবায়দুর
- আপডেট সময় : ০৩:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদন:
প্রার্থীদের প্রতিশ্রুতিতে নির্বাচনী প্রচারণা চলছে গোটা দেশব্যাপী। তেমনি উন্নয়নের অঙ্গীকার ও নিজ প্রতিসূর্তী নিয়ে রিমোট এলাকায় গিয়ে প্রার্থীগণ চালাচ্ছেন নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ ।
রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামে গিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে প্রচারণা ও লিপলেট বিতরণ করছেন রাজশাহী-৫, পুঠিয়া দুর্গাপুর আসনের এমপি পদপ্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য জনাব মোঃ ওবায়দুর রহমান ।
আসন্ন যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তিনি তার একলার জনগণের বন্ধু হয়ে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন। তবে তিনি আরো বলেন বিগত বেশ অনেক বছর থেকে আমি জনগণের সেবা করে যাচ্ছি । আমি নৌকার নমিনেশন পেলেও আপনাদের জন্য কাজ করবো আবার না পেলেও আপনাদের বন্ধু হয়ে কাজ করবো। তাই আপনার আমাকে না নৌকাকে আগামীতে জয়যুক্ত করবেন এটাই আমার প্রত্যাশা।
গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় এবং লিফলেট বিতরণে দুর্গাপুর উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নের বর্ধনপুর, কাঁঠান বাড়িয়া এবং দুর্গাপুর পৌরসভার ১নং ওয়ার্ডের দেবীপুর গ্রাম, ২ নং ওয়ার্ড সালঘড়িয়া, দুর্গাপুর বাজার সহ বেশ কিছু গ্রাম ও এলাকায় বিকেল ৩টা থেকে ৫ পর্যন্ত চলে এই কার্যক্রম
যেখানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পুঠিয়া উপজেলা যুবলীগের সদস্য মো: সাহেব উদ্দিন, দুর্গাপুর উপজেলার সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান, দুর্গাপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, দুর্গাপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ আরিফুল ইসলাম জয় সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি