নিজস্ব প্রতিবেদক : সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপি।
শনিবার (৩০জুলাই) বেলা ১২ টায় নগর বিএনপি’র কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা চলমান লোডশেডিং নিয়ে বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ তোলেন। এসময় আগামীদিনে সরকার পতন আন্দোলনের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।
এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। এছাড়াও রাজশাহী মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।